• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় ফুটপাত মানেই ব্যবসা

খান আলামিন, আরটিভি

  ৩১ অক্টোবর ২০১৮, ১৩:১৭

ফুটপাত মানে, হেঁটে চলার পথ। কিন্তু ঢাকায় বাস্তবতা ভিন্ন। ফুটপাত মানেই হাট-বাজার, ফুটপাত মানেই সারি সারি হকার। আড়াই লাখের বেশি হকার মিলে ফুটপাতের বড় একটা অংশ দখলে নিয়েছে। তাই, পথচারীদের নামতে হচ্ছে সড়কে। বিশেষজ্ঞরা বলছেন, হকার ও পথচারীর মধ্যে একটা সমন্বয় করতে হবে। হকারদের পুনর্বাসন করে ক্রমান্বয়ে সরিয়ে দিতে হবে।

ঢাকার ফুটপাতগুলোর বাঁধা হিসেব করলে সংখ্যায় অর্ধ-শতাধিক হবে। তবে সবচেয়ে বেশি দৃশ্যমান, হকারদের দৌরাত্ম। একেবারে হাট-বাজার বানিয়ে বসে আছে রাজধানীর জনবহুল এলাকা ফুটপাতগুলোতে।

ফুটপাত যেহেতু পথচারীদের জন্য তাই দুই সিটি করপোরেশনের সঙ্গে হকারদের প্রায়ই উচ্ছেদ উচ্ছেদ খেলা চলে। বাস্তবে সে খেলায় জয়ী হয় হকাররাই। সংখ্যাটাও এতো বেশি যে তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। তবে আড়াই লাখ হকারের কথা বিকল্প ব্যবস্থা হলেই ছেড়ে দেবেন ফুটপাত।

যাদের চলাচলের পথ দখল করে চলছে ব্যবসা, তারাও অনেকটা মানবিক হকারদের প্রতি। বলছেন, পুনর্বাসনের মাধ্যমেই স্থায়ী সমাধান হবে।