• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০ দলের ঐক্য অটুট রাখতে চায় বিএনপি, ১০০ আসন দাবি শরিকদের (ভিডিও)

মাইদুর রহমান রুবেল, আরটিভি

  ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৩০
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের শরিক দলগুলো বিএনপির কাছে কমবেশি ১০০ আসন দাবি করবে বলে সূত্রে জানা যায়।

এরই মধ্যে অর্ধশতাধিক আসনে বিএনপি ও জোটের নেতারা মুখোমুখি অবস্থানে আছে। তবে জোটের সমন্বয়ক বলছেন, গণতন্ত্রের স্বার্থে সর্বোচ্চ ছাড় দেয়ার চেষ্টা করবে বিএনপি।

আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠেও বিএনপির সঙ্গে জোটে আছে ১৯টি দল। নির্দলীয় সরকার না পাওয়ায় ২০১৪ সালে বিএনপির সঙ্গে নির্বাচন বর্জন করে দলগুলো। মহাজোট সরকারের সময় বিএনপির সুখ-দুঃখের সঙ্গীও ছিল জোটের দলগুলো।

জোটের মোট নয়টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। এই তালিকায় আছে বিএনপি, এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও মুসলিম লীগ। জামায়াতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় বাতিল হয়েছে।