• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

থেমে নেই ইয়াবা আসার চালান, বসে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও (ভিডিও)

অভি ইসলাম, আরটিভি

  ০২ আগস্ট ২০১৮, ০৮:৪৩

কখনো মাছ বা শাক-সবজির গাড়িতে, কখনো-বা কম্পিউটারের সিপিইউ’র মধ্যে। যখন যেভাবে সুবিধা, সেভাবেই ঢাকায় নিয়ে আসা হচ্ছে ইয়াবা।

মাদকের বিরুদ্ধে র‌্যাব-পুলিশের সাঁড়াশি অভিযানের পরও দেশের নানা প্রান্ত থেকে অনেক ছোট-বড় চালান ঢুকছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় ধরাও পড়ছে তারা। মাদক পাচারকারীদের ধরতে বর্তমানে বিভিন্ন কৌশল অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর আসে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নামবে রাজধানীর খিলক্ষেতে। পরে পুরো এলাকায় ছদ্মবেশে ছড়িয়ে পড়ে গোয়েন্দা কর্মকর্তারা।