• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বড় কিছু না হোক, শুধু চাই পানিটা যেন নেমে যায়’ (ভিডিও)

আরটিভি

  ০৯ জুলাই ২০১৮, ১৪:৫৩

সামান্য বৃষ্টি হলেই, রাজধানীতে শুরু হয় জলজট। এই জলজট ক্রমান্বয়ে বাড়ায় যানজট। বাড়ে নগরবাসীর দুর্ভোগ। বছরের পর বছর এভাবেই চলছে, কিন্তু মুক্তি মিলছে না। সাধারণ মানুষের চাওয়া বড় কিছু না হোক, অন্তত দ্রুত যেন পানিটা নেমে যায় সেই ব্যবস্থা করুক সরকার। তবে কর্তৃপক্ষ বলছে, সুফল পেতে আরও কয়েক বছর লাগবে।

বৃষ্টি শুধু পড়েই না। বৃষ্টির পানি রাজধানীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলি সব পথেই থেকে যায়, যা ক্রমান্বয়ে তৈরি করে জলজট। এই জলজট বাড়ায় যানজট, বাড়ায় মানুষের দুর্ভোগ।

পানির সঙ্গে মিশে যায় বর্জ্য, অগত্যা দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিতেই হাঁটতে হয় নগরবাসীকে। মাঝে মাঝে বাসাবাড়িতে সেই নোংরা পানি ঢুকে অসহনীয় বিড়ম্বনা তৈরি করে।

রাজধানীর রাজারবাগ, কমলাপুর, আরামবাগ, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার, ভুতের গলিসহ অনেক এলাকায় বৃষ্টি হলেই তীব্র জলাবদ্ধতা দেখা যায়। এসব সড়কে যানজটের চিত্র ভয়াবহ আকার ধারণ করে। এতে ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই বলে জানান এলাকাবাসীরা।