• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পানি সংকটে সেন্ট্রাল রোডের বাসিন্দারা

শাহাবুদ্দিন শিহাব

  ০৪ নভেম্বর ২০১৬, ২০:৫২

পানির অভাবে তীব্র কষ্টে আছেন ঢাকার সেন্ট্রাল রোড, সার্কুলার রোড, ভূতের গলি ও তার আশপাশের বাসিন্দারা। ওয়াসার নতুন পাইপ লাইন বসানোর কাজ ত্রুটিপূর্ণ ও দেখভালোর অভাবে পানির এ সংকট বলে জানান এলাকাবাসী। ওয়াসা জানাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি সরবরাহ কমে গেছে। তবে পাম্প মেরামত শেষ হলে পানির সমস্যা থাকবে না।

একদিকে যেমন বাড়তি মটর ও পাইপ লাগিয়েও পানি পাচ্ছেন না। অন্যদিকে পানির চাহিদা মেটাতে অসুস্থ শরীর নিয়েও দূর-দূরান্ত থেকে পানি আনছেন কেউ কেউ।

সেন্ট্রাল রোডের পাম্পের পানি রেশনিংয়ের মাধ্যমে দু’ এলাকার বাসিন্দাদের সরবরাহ করা হচ্ছে। তবে সেটা পূরণ করছে চাহিদার সামান্যই। বললেন, স্থানীয়রা।

নতুন পাইপ সংযোজনের কাজে ত্রুটি ও সমম্বয়ের অভাব ছিল। এমন দাবী স্থানীয় কাউন্সিলরের।

এদিকে সেন্ট্রাল রোডের এক আওয়ামী লীগ নেতা বললেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতিরও কমতি ছিল না।

অন্যদিকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বললেন, পাম্প মেরামতের কাজ চলছে; শেষ হলে পানি স্বল্পতা আর থাকবে না।

তবে অস্থায়ী সমাধানের পাশাপাশি এলাকার পানি সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে-এমন প্রত্যাশা সবার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh