• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোরবানি শেষ হলেও উপযোগী হয়নি খেলার মাঠ

শাহাবু্দ্দিন শিহাব

  ১৯ অক্টোবর ২০১৬, ১৩:০৫

কোরবানির পশুহাট ১ মাস আগে শেষ হলেও এখনো খেলাধুলার উপযোগী হয়নি মাঠগুলো। এতে শিশু-কিশোররা খেলতে না পারায় জড়িয়ে পড়ছে নানা অপকর্মে।

তাই সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যত নিয়ে চিন্তিত অভিভাবকরা। তবে আসছে শীত মৌসুমে মাঠগুলোকে খেলার উপযোগী করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন দক্ষিণ সিটি মেয়র।

পুরান ঢাকার ধোলাইখাল-নারিন্দার সাদেক হোসেন খোকা মাঠ। রাজধানীর অন্য মাঠের মতো ঈদুল আজহার আগে এখানেও বসেছিল গরু-ছাগলের হাট। মাঠ পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশন কয়েকটি ময়লার ঝুড়ি দিলেও সেগুলোর অবস্থাও ‘ত্রাহি মধুসূদুন’। মাঠে পানি জমে থাকায় বেড়েছে মশার চাষ!

একই দশা শাহজাহানপুর কলোনী মাঠের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকায় শ্যামপুরে বালুর মাঠ থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। মাঠ দখল করে গড়ে উঠেছে কল-কারখানা, রাস্তাঘাট। অথচ সেই বালুর মাঠের নামেই রাস্তার ওপর বসানো হয়েছিল কোরবানির পশুহাট।

রাস্তার করুণ দশাই বলে দেয় এলাকাবাসীর কষ্ট! এজন্য চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।

সিটি করপোরেশনের দায়িত্ব থাকলেও খেলার মাঠে অন্যকিছু করার অধিকার তাদের নেই। এমনটি বলছে পরিবেশবাদী সংগঠনগুলো।

মাঠগুলোর উন্নয়ন ও যৌথভাবে দেখভালের জন্য মেয়রদের সঙ্গে আলোচনার কথা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী/উপমন্ত্রী। আর দক্ষিণ সিটি মেয়র দিলেন বৃষ্টি মৌসুম শেষে সংস্কার শুরুর প্রতিশ্রুতি।



ডিএইচ/ এম

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh