• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিজ্ঞাপনের ফাঁদে আটকাতে প্রতারক চক্রের অপকৌশল

নাজিব ফরায়েজী

  ১০ অক্টোবর ২০১৭, ১৪:৩১

বিদেশী টিভি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনের ফাঁদে আটকাতে নানা অপকৌশলের আশ্রয় নেয় প্রতারক চক্র। বাংলাদেশে তাদের কোন ঠিকানা দেয়া হয় না। যোগাযোগের জন্য দেয়া হয় একাধিক মোবাইল নম্বর। বলা হয় এই নম্বরে কল করলেই পৌঁছে দেয়া হবে পণ্য।

একে তো অবৈধ বিজ্ঞাপন। তার ওপর বিজ্ঞাপনের মাধ্যমে যে পণ্যটি বিক্রি করা হচ্ছে তার আবার পুরোটাই প্রতারণা। দিনের পর দিন এমন বিজ্ঞাপন প্রচার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হলেও এসব বন্ধে সরকারের তেমন কোন উদ্যোগ নেই।

এই প্রতারক চক্রের খোঁজে মাঠে নামে আরটিভি’র সংবাদ দল। পরিচয় গোপন রেখে মোবাইল ফোনে হাতিরঝিলের এক ঠিকানায় অর্ডার দিলে পণ্য নিয়ে হাজির হন এক ব্যক্তি।

তবে তিনি যে প্যাকেটটি দিলেন তার গায়ে কোথাও বিএসটিআই বা ওষুধ প্রশাসনের অনুমোদন নেই। আছে কেবল ভারতের এক ঠিকানা। সরকারি অনুমোদন ছাড়া কীভাবে এসব পণ্য বিক্রি করছে? প্রতারক চক্রের এই সদস্যর কাছে জানতে চাইলে সব কিছুর দায় চাপান অফিসের কাঁধে।