• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গ্যাসের অভাবে উৎপাদনে অক্ষম সাভারের ট্যানারিগুলো (ভিডিও)

সেলিম মালিক

  ২৬ আগস্ট ২০১৭, ১১:৪২

হাজারীবাগের ক্ষত কাটিয়ে ধীরে ধীরে জেগে উঠতে শুরু করেছে ট্যানারি শিল্পের নতুন ঠিকানা সাভারের চামড়া শিল্প নগরী।

তবে গ্যাস সংযোগ না পাওয়ায় সাভার চামড়া শিল্প নগরীর বেশির ভাগ ট্যানারি কারখানা এখনো পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না।

এদিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের(বিসিক) দেয়া তথ্য বলছে, ১৫৪টি ট্যানারির মধ্যে উৎপাদন শুরু হয়েছে ৫৫টির।

আসছে ঈদ উল আজহায় কুরবানির পশুর চামড়া প্রক্রিয়ার জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে আরো ২৫ থেকে ৩০টি কারখানার। তবে এর মধ্যে শুধু ২২টি কারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়েছে।

অন্যদিকে গ্যাস সংযোগ না পাওয়া ট্যানারি মালিকদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহার করে চামড়া প্রক্রিয়ার প্রাথমিক কাজ শুরু করলেও গ্যাসের অভাবে ফিনিশিংয়ের কাজ করা যাচ্ছে না। ফলে থমকে আছে রপ্তানি।

এতে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

তাই এখনই যদি গ্যাসের সংযোগ না দেয়া হয় তাহলে কুরবানির চামড়া নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা করছেন তারা।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখওয়াত উল্লাহ জানান, গ্যাসের কারণে কোনো ট্যানারি মালিক ক্ষতিগ্রস্ত হলে বিসিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে এ বিষয়ে বিসিক অফিসে যোগাযোগ করা হলে কেউ রাজি হননি কথা বলতে।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh