• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেগুনের বাজারে আগুন (ভিডিও)

সোহেল রানা

  ২৮ মে ২০১৭, ১৩:৫৪

রমজান এলেই লাগামহীন হয়ে পড়ে কাঁচা সবজির দাম। রমজানকে সামনে রেখে দফায় দফায় বাড়ানো হয় সবজির দাম। চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে দাম বাড়ার প্রতিযোগিতায় নামেন এসব ব্যবসায়ীরা। ইফতারে বেগুনের চাহিদা বেড়ে যাওয়ায় দুই থেকে তিনগুন বাড়তি দামও আদায় করেন বিক্রেতারা।

নরসিংদীর চরউজলাবো গ্রামের কৃষক হুমায়ুন কবির। হাটবার তাই নিজের ক্ষেতের বেগুন তুলছেন বিক্রির জন্য। বসত ভিটে ছাড়া দুই একর জমি’র পুরোটাই বেগুনের চাষ করেছেন তিনি। এবার বেগুনের ফলন বেশি হলেও সব খরচ মিলিয়ে ভাল দাম না পাওয়ায় হতাশার শেষ নেই তার।

ক্ষেত থেকে বেগুন তোলা ও বাছাই এর পর হাটে পৌঁছানো সব মিলিয়ে কৃষকের খরচ ৩ টাকা।

তবে হাটে পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে দরদাম করে প্রতিকেজি বেগুন বিক্রি করে কৃষক পেলেন মাত্র সাড়ে ১৭ টাকা।

নরসিংদীর বেলাবোর বারৈচা বাজার থেকে নারায়নগঞ্জের সবজি আড়ৎ এ বেগুন পৌঁছাতে পাইকারী ব্যবসায়ীর কেজিপ্রতি খরচ ৬ টাকা।

সব মিলিয়ে বেগুনের মূল্য দাঁড়াল ২৩ টাকা ৫০ পয়সায়। তবে খুচরা ব্যবসায়ীকে বেগুন কিনতে হলো ৩০ থেকে ৩২ টাকায়।

এছাড়াও খুচরা ব্যবসায়ীর আড়ৎ বাবদ খরচ পরিবহ ও শ্রমিক খরচ দিয়ে বেগুনের মূল্য দাড়ালো ৩৫ টাকায়।

তবে নারায়নগঞ্জ আড়ৎ এর কয়েক গজ অদূরেই ক্রেতাকে বেগুন কিনতে হচ্ছে প্রায় দ্বিগুন টাকায়।

আরকে/ এসএস

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh