• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বায়ু দূষণরোধে আইন মানছে না শিল্প-কারখানাগুলো

সোহেল রানা

  ০৫ মার্চ ২০১৭, ১৩:৪১

বায়ু দূষণরোধে আইন থাকলেও তা কাজে আসছে না। শিল্প-কারখানাগুলো পরিবেশ আইন অমান্য করে ইচ্ছেমতো দূষণ করছে পরিবেশ। আবাসিক এলাকা ও আশপাশে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালিতে নষ্ট হচ্ছে রাজধানীসহ দেশের নানা অঞ্চলের পরিবেশ।

এমন পরিস্থিতিতে বাতাসের গুণমান ঠিক রাখতে কিছু করণীয় মেনে চলার পরামর্শ দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

ইট তৈরির সনাতন পদ্ধতি ব্যবহার না করে পরিবেশবান্ধব জ্বালানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তির ব্যবহার করা, যানজটের কারণে যেন বেশি ধোঁয়া নির্গত না হয়, সেদিকে খেয়াল রাখা এবং ট্রাফিক আইন মেনে চলা, নির্মাণ কাজের সময় নির্মাণসামগ্রী ঢেকে রাখা এবং নিয়মিত পানি ছিটানো, ধুলাবালি কমাতে বাড়ির চারপাশে সবুজায়ন করা।

এসব করণীয় মেনে চললে দূষণের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন তারা।

পরিবেশ অধিদপ্তর বায়ুমান পরিচালক জিয়াউল হক বলেন, আইন থাকলেও কেবল বাস্তবায়নে দুর্বলতা থাকায় দূষণ কমানো যাচ্ছে না।

এদিকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নিজেদের ব্যর্থতা স্বীকার না করে, অজুহাত দিলেন কম লোকবলসহ নানা সমস্যার।

আরকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh