• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইভ্যালিতে কেনাকাটায় বিকাশে ২০ শতাংশ ছাড়

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ মে ২০১৯, ১৮:১৬

দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল ইভ্যালিতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। এই প্ল্যাটফর্ম থেকে যেকোনও পণ্য কিনলেই মিলছে ছাড়ের ছড়াছড়ি। আর এর টাকা বিকাশে পেমেন্ট করলে থাকলে ২০ শতাংশ ক্যাশব্যাক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে,ইভ্যালিতে শুরু হয়ে গেছে বিকাশ পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক। একদিনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত এই অফার নেয়া যাবে। অফারটি চলবে পুরো রমজান জুড়ে!

অফার পেতে ভিজিট করতে হবে ইভ্যালিতেঃ https://evaly.com.bd/

এছাড়া 'ইভ্যালি ঈদ' - এর অন্যান্য অফারগুলোতো আছেই! আর কী আছে ইভ্যালির অফারে?

১. ভিভো, স্টার টেক ও এস্কয়ার ইলেকট্রনিক্সের যে কোনও পণ্য কিনলেই থাকছে ১০ শতাংশ ক্যাশব্যাক ভাউচার।

ভিভো : https://evaly.com.bd/shop/evaly-vivo-official-store
স্টার টেক: https://evaly.com.bd/shop/star-tech
এস্কয়ার ইলেকট্রনিক্স: https://evaly.com.bd/shop/esquire-electronics-evaly-store

২. ইদ উপলক্ষে ইনফিনিক্স মোবাইলে ১৫ শতাংশ ক্যাশব্যাক ভাউচার দিচ্ছে ইভ্যালি। এজন্য আপনার পছন্দের পণ্যটি নিতে https://evaly.com.bd/shop/infinix-mobility এই লিংকে যোগাযোগ করতে হবে।

৩. ফ্রি টনিক প্যাকেজ ও গিফ্‌ট পাওয়া যাবে এই লিংকে https://evaly.com.bd/

৪. ১৫ মে থেকে আগামী ২০ মের মধ্যে ইভ্যালি থেকে যেকোনও ধরনের পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলেই মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক।

৫. ইভ্যালি ঈদ প্রোফাইল ফ্রেম ব্যবহার করে পণ্য কিনলেই পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক।

৬. ইভ্যালি ম্যাজিকবক্সে ৩ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

৭. বিখ্যাত ব্র্যান্ড কালারম্যাক্স কসমেটিক্সে একটা কিনলে ২টা ফ্রি দিচ্ছে ইভ্যালি। https://evaly.com.bd/shop/colormax-evaly-shop এই লিংকে ভিজিট করেই কেনা যাবে কালারম্যাক্স কসমেটিক্সসামগ্রী।

এছাড়া সালেহ ইলেকট্রনিক্স থেকে ১টি পণ্য কিনলে আরেকটা ফ্রি পাবেন ক্রেতারা। https://evaly.com.bd/shop/saleh-electronics এ গিয়ে কেনা যাবে সালেহ ইলেকট্রনিক্সের পণ্য।

চলতি মাসের ২০ মে পর্যন্ত কেনাকাটায় এসব অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এস

মন্তব্য করুন

daraz
  • ইভ্যালি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
১৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh