logo
  • ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ঈদে ইভ্যালির ঝড়ো অফার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ মে ২০১৯, ১৩:০২ | আপডেট : ১৫ মে ২০১৯, ১৩:১৩
দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল ইভ্যালি। পবিত্র ঈদ উপলক্ষে অনলাইনে কেনাকাটার এ মাধ্যমটি বড় ধরনের অফার দিচ্ছে। আজ ১৫ মে থেকে এই অফার শুরু হয়েছে।

ইভ্যালি সূত্র জানিয়েছে, এই অফার চলবে আগামী ২০ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে পণ্যের অর্ডার করতে হবে।

ঝড়ো অফারে যা রয়েছে:

১. ভিভো, স্টার টেক ও এস্কয়ার ইলেকট্রনিক্সের যে কোনও পণ্য কিনলেই থাকছে ১০ শতাংশ ক্যাশব্যাক ভাউচার।

ভিভো : https://evaly.com.bd/shop/evaly-vivo-official-store
স্টার টেক: https://evaly.com.bd/shop/star-tech
এস্কয়ার ইলেকট্রনিক্স: https://evaly.com.bd/shop/esquire-electronics-evaly-store

২. ইদ উপলক্ষে ইনফিনিক্স মোবাইলে ১৫ শতাংশ ক্যাশব্যাক ভাউচার দিচ্ছে ইভ্যালি। এজন্য আপনার পছন্দের পণ্যটি নিতে https://evaly.com.bd/shop/infinix-mobility এই লিংকে যোগাযোগ করতে হবে।

৩. ফ্রি টনিক প্যাকেজ ও গিফ্‌ট পাওয়া যাবে এই লিংকে  https://evaly.com.bd/

৪. ১৫ মে থেকে আগামী ২০ মের মধ্যে ইভ্যালি থেকে যেকোনও ধরনের পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলেই মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক।

৫. ইভ্যালি ঈদ প্রোফাইল ফ্রেম ব্যবহার করে পণ্য কিনলেই পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। 

৬. ইভ্যালি ম্যাজিকবক্সে ৩ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

৭. বিখ্যাত ব্র্যান্ড কালারম্যাক্স কসমেটিক্সে একটা কিনলে ২টা ফ্রি দিচ্ছে ইভ্যালি। https://evaly.com.bd/shop/colormax-evaly-shop এই লিংকে ভিজিট করেই কেনা যাবে কালারম্যাক্স কসমেটিক্সসামগ্রী।

এছাড়া সালেহ ইলেকট্রনিক্স থেকে ১টি পণ্য কিনলে আরেকটা ফ্রি পাবেন ক্রেতারা। https://evaly.com.bd/shop/saleh-electronics এ গিয়ে কেনা যাবে সালেহ ইলেকট্রনিক্সের পণ্য।

এস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ইভ্যালি এর সর্বশেষ
  • ইভ্যালি এর পাঠক প্রিয়