logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬

ফাগুন ও ভালোবাসা দিবসে আরটিভির নাটক

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
ফাগুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য বেশ কিছু আয়োজন রেখেছে আরটিভি।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রাণ ফুটো লাভ এক্সপ্রেস সিজন ৫ “ভালোবাসার সময় অসময়ের” শিরোনামে ৫টি অনু নাটক।  

নাটকগুলো পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। বন্ডিঙে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাবিলা নূর, শামীম সরকার। 

এম্বিশনে ইন্তেখাব দিনার, সালহা খানম নাদিয়া, তানিম মৃধা। 

লাভবার্ডে মিশু সাব্বির, তাসনিয়া ফারিন, আজাদ ও চাষী আলম। 

কমিটমেন্টে ইরফান সাজ্জাদ, সায়লা সাবি। প্রোপজে জিয়াউল হক পলাশ, সানজানা সরকার রিয়া প্রমুখ।  

রাত ৮টা প্রচারিত হবে ‘তোমাতেই নিঃশেষ’। নাটকটি রচনা করেছেন জামাল হোসেন। পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, কে এস ফিরোজ, শম্পা রেজা প্রমুখ।

৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘ভালোবাসার রঙ গোলাপী’, কাহিনী: সায়ন দাশগুপ্ত ও শুভজ্যোতি ভদ্র; পরিচালনা করেছেন বিশ্বজিত পাল; অভিনয় করেছেন ইয়াশ রোহান, নাদিয়া মীম, লিলি চক্রবর্তী প্রমুখ।

১১ টা ২০ মিনিটে মিউজিক স্টেশন বিশেষ পর্ব। ব্যান্ড দল- ডিফারেন্ট টার্চ

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আরটিভি এর সর্বশেষ
  • আরটিভি এর পাঠক প্রিয়