• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারীদের নিয়ে নাটক নির্মাণে নারী নির্মাতাদের সঙ্গে আরটিভির চুক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৯, ১৮:১২

২০১৯ সালের বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি)। তাই দেশের নারীদের আরও অনুপ্রাণিত করতে সাতজন নারী পরিচালকদের দিয়ে নাটক তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশনটি। ‘এগিয়ে যাওয়ার নেই মানা’ এ স্লোগানকে নিয়ে তৈরি করা হচ্ছে নাটকগুলো।

আজ বুধবার দুপুরে আরটিভির কনফারেন্স রুমে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। আরটিভির পক্ষে চুক্তিতে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সাত নাটকের পরিচালকরা নিজ নিজ নাটকের জন্য চুক্তিতে সই করেন।

সাতটি নাটকের নাট্য নির্মাতারা হলেন-চয়নিকা চৌধুরী, মাতিয়া বানু শুকু, শ্রাবণী ফেরদৌস, নাজনীন হাসান চুমকি, ফামি কবির, প্রীতি দত্ত ও জিনাত হাকিম।

এসময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দেশে ও বিদেশে বাংলাদেশের নারীরা সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। আরটিভির অনুষ্ঠান পরিকল্পনায় আমরা সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। নারীদের এমন কিছু গল্প আছে যা সমাজের সবার জন্য অনুকরণীয়। ২০১৯ সালের বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের সরাসরি সম্প্রচার করবে আরটিভি। দেশের নারীদের অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করতে ‘এগিয়ে যাবার নেই মানা’ স্লোগানকে সামনে রেখে আরটিভি নির্মাণ করতে যাচ্ছে সাতটি নাটক। এ সাতটি নাটক তৈরি করেছে সাত নারী নাটকের নাট্য নির্মাতা।

তিনি আরও বলেন, আমরা অনেক কিছুই সম্প্রচার করি। দেশ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে ক্রীড়ার উন্নয়নের জন্য কাজ করছি আমরা। বাংলাদেশের নারীদের জয়কে ফুটিয়ে তুলতে চাই। এশিয়ার গণ্ডি পেরিয়ে বিশ্বের বড় বড় সব টুর্নামেন্টে জয় পাবে আমাদের মেয়েরা এটাই প্রত্যাশা করি।

এসময় নাট্য নির্মাতারা জানান, নারীদের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আরটিভি বিশেষ অবদান রেখে যাচ্ছে। যার ধারাবাহিকতা এ সাতটি নাটক। এ সাতটি নাটক নারীদের আরও অনুপ্রাণিত করবে।

নারীদের নিয়ে বিশেষ নাটক তৈরির করার জন্য এসময় নাট্য নির্মাতারা আরটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভির ডেপুটি হেড অব নিউজ মামুন খান, আরটিভি অনলাইনের ডেপুটি চিফ নিউজ এডিটর আবদুল হাকিম চৌধুরী, বিজ্ঞাপন ও বিপনন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপক মো. আবু নাসিম প্রমুখ।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আরটিভি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh