• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর জন্মদিনে আরটিভির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ১৭:০৮
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজন করতে যাচ্ছে সাধারণ এবং বিশেষ (অটিস্টিক) শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আগামী শনিবার, ১৭ মার্চ ২০১৮ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংকনের বিষয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।

এই আয়োজনে দুটি (ক এবং খ) বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবে। ক বিভাগে ৫ থেকে ৯ বছর বয়সী এবং খ বিভাগে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। অংশগ্রহণের সময় স্কুলের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

বিশেষ (অটিস্টিক) শিশু-কিশোরদের জন্য সকাল ১০টায় এবং সাধারণ শিশু-কিশোরদের জন্য দুপুর ২টায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতিবছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২ এপ্রিল আন্তর্জাতিক অটিজম দিবস উপলক্ষেও নিয়মিতভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে আরটিভি।

আরও পড়ুন:

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • আরটিভি এর পাঠক প্রিয়
X
Fresh