• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১০০ কোটি ভিউ’র মাইল ফলক অতিক্রম আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ২১:২৯
১০০ কোটি ভিউ’র মাইল ফলক অতিক্রম আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলের

দর্শকদের কাছে নাটকের জন্য জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘আরটিভি ড্রামা’ ১০০কোটি ভিউজ এর মাইলফলক অতিক্রম করেছে। ২০১৭ সালের ৪ এপ্রিল চ্যানেলটি যাত্রা শুরু করে।

সোমবার (২১ জুন) আরটিভি ড্রামা চ্যানেলটি এ ভিউজের মাইলফলক অতিক্রম করে।

দর্শকপ্রিয় আরটিভি ড্রামা চ্যানেলটিতে বর্তমানে ৪ দশমিক ৫৯ মিলিয়ন বা ৪৫ লাখ ৯০ হাজার সাবস্কাইবার রয়েছে।

২০১৭ সালে যাত্রা শুরুর পর নাটকের গুণগত মান বজায় থাকায় দর্শক হৃদয়ে স্থান করে নেয় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেল। অতিক্রম করে একশত কোটি ভিউজ। দর্শকরা তাদের জীবন ঘনিষ্ঠ নাটক খুঁজে পান বলেই আরটিভি আজ ইউটিউবে এমন উচ্চতায় পৌঁছেছে।

দর্শকদের বিনোদনে আরটিভি কখনোই আপোষ করেনি। হালের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সহ নবাগত অভিনেতা অভিনেত্রীদেরও তুমুল জনপ্রিয় ও মানসম্পন্ন সব নাটক দিয়ে আরটিভি বরাবরই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে৷

এখন পর্যন্ত এই চ্যানেলে সর্বাধিকবার দেখা হয়েছে যমজ ১০৷ নাটকটি প্রায় ২২ মিলিয়ন দর্শক দেখেছেন। এছাড়া ঘাউরা মজিদ এখন শ্বশুরবাড়ি, ভাই প্রচুর দাওয়াত খায়, মহব্বত বেপারির মত নাটকগুলো দেখা হয়েছে ১০ মিলিয়নের অধিকবার।

ঈদ উল ফিতরে যমজ ১৪, নামকরণ, রক্ত, এই মন তোমারি, ঢাকাইয়া খানদান সহ ২৮টি একক নাটক প্রচারিত হয় এই ইউটিউব চ্যানেলে।

চ্যানেলটিতে বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক নাটক শান্তি মলম ১০ টাকা, টুইন ভিলেজ দর্শকপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে। এছাড়া আসছে ঈদ উল আযহায় আরও দারুন সব নাটক নিয়ে দর্শকদের সামনে আসছে এই চ্যানেলটি।

ডিজিটাল মাধ্যমে আরটিভির এমন উত্তরোত্তর সফলতায় আরটিভি দর্শক ও কলাকৌশলীদের প্রতি কৃতজ্ঞ।

মজার মজার নাটক দেখতে আজই সাবস্কাইব করুন আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলটি। সাবস্কাইব করতে ক্লিক করুন-

জেএইচ



মন্তব্য করুন

daraz
  • আরটিভি এর পাঠক প্রিয়
X
Fresh