Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৬ আগস্ট ২০২১, ২২ শ্রাবণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ২২:০৮
আপডেট : ০৬ জুন ২০২১, ২২:১২

আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘টুইন ভিলেজ’

অভিনেত্রী সালহা খানম নাদিয়া

মঙ্গলবার (৮ জুন) থেকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি’তে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘টুইন ভিলেজ’। নাটকটি রচনা করেছেন আজাদ কালাম ও সুজিত বিশ্বাস এবং পরিচালনা করেছেন আজাদ কালাম।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাস প্রমুখ।

বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিচিত্রময় সব মানুষের বাস। একজনের চেহারার সঙ্গে অন্যজনের চেহারার মিল খুঁজে পাওয়া যায় না। চিন্তা-ভাবনার সঙ্গে রয়েছে ব্যাপক পার্থক্য। কিন্তু এর মধ্যে কিছু মানুষ দেখতে একই রকম হয়ে থাকে। যখন কিনা তারা যমজ হয়।

এ রকম যমজের দেখা পাওয়াটা সহজ না। কিন্তু ‘টুইন ভিলেজ’ ধারাবাহিকে উঠে এসেছে এমনই এক গ্রামের গল্প, যেখানে প্রতি ঘরে ঘরে যমজ। ছেলে হোক মেয়ে হোক এখানে বহু বছর ধরে অবাক হলেও সত্য যমজ সন্তান জন্ম হচ্ছে। যে কারণে এই গ্রামের নামকরণ হয়েছে ‘টুইন ভিলেজ’।

দর্শকরা প্রতি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত ১০টায় ‘আরটিভি’তে দেখতে পাবেন নাটকটি।

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS