• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানহীন নাটক দর্শকদের ওপর চাপিয়ে দেয় না আরটিভি: সৈয়দ আশিক রহমান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২১, ২০:৪৫
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান

মানহীন কোনো নাটক দর্শকদের ওপর চাপিয়ে দেয় না আরটিভি। দেখানো হয় না বিদেশি কোনো সিরিয়াল। তাই দর্শকদের নির্মল বিনোদন দিতে আরটিভি নিয়ে আসছে নতুন নাটক- শান্তি মলম দশ টাকা, বাজিমাত ও টুইন ভিলেজ।

মঙ্গলবার (২৫ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তবে, দর্শক চাইলে শান্তি মলম দশ টাকা নাটকটি প্রতিদিনের ধারাবাহিক হিসেবে চলবে বলেও জানান তিনি। বলেন, দেশীয় সংস্কৃতি রক্ষায় সবসময় এগিয়ে থাকবে আরটিভি।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান আরও বলেন, এখন পর্যন্ত বিদেশি কোনো সিরিয়াল আমাদের গ্রাস করতে পারেনি। আমাদের দেশের সমাজ, সংস্কৃতির প্রতি দায়িত্বের জায়গা থেকে এ লড়াই করে যাচ্ছি আমরা। আমরা দর্শকদের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। দর্শকপ্রিয়তা না পেলে একটা সিরিয়াল আমরা কখনোই চালাব না।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ছাড়াও দেশীয় নাটকের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • আরটিভি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
X
Fresh