• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলার গায়েনের সেরা ৩০ শিল্পী আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২০, ২৩:৪৫
top 30, artists, 'Bangla Gaine' signed,contract, RTV
‘বাংলার গায়েনে’র সেরা ৩০ শিল্পী আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলো

লোকগানের জনপ্রিয় প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’ এর সেরা ৩০ শিল্পী আরটিভির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবন্ধ হয়েছেন।

আজ সোমবার (২১ ডিসেম্বর) শিল্পীরা আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রতিযোগীদের গানের মান উন্নয়ন নিয়ে আরটিভি কর্তৃপক্ষ নানা ধরনের উদ্যোগের কথা তুলে ধরেন।ইতোমধ্যেই বাংলার গায়েন শো-টি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বাংলার আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশে আরটিভি আগামীতে আরও বেশি কাজ করবে। বাংলার গায়েন আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে এর জন্য একটি টিম কাজ করছে। টিমের প্রত্যেক সদস্য বাংলার গায়েনের সাফল্যের অংশীদার।

বেঙ্গল সিমেন্ট বাংলার গায়েন এর মতো এমন প্রতিযোগিতা আরটিভি নিয়মিত আয়োজন করবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।

এই বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়েই ‘বাংলার গায়েন’ আয়োজন করেছে আরটিভি। যেখানে প্রতিযোগীরা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন। চুক্তি শেষে ৩০ জন শিল্পী গান গেয়ে শুনান দর্শকদের।

আগামীতে নিজের অন্য এক উচ্চতায় নিতে আরটিভির দিক নির্দেশনা মেনে কাজ করবেন বলে প্রতিজ্ঞা করেন শিল্পীরা।

করোনায় ঘরবন্দী সময়ে মানুষের গানের চর্চার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে ‘বাংলার গায়েন’ আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির।

বাংলার গায়েনের প্রযোজক সোহাগ মাসুদসহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিন বিচারক উপস্থিত ছিলেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • সঙ্গীত ও নৃত্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh