• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৩০ বছর পর আবারও নতুনভাবে

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১
জুয়েল মোর্শেদ

৯০ দশকের তূমুল জনপ্রিয় গান "কখনো জানতে চেওনা" যার গীতিকার,সুরকার ও শিল্পী ছিলেন সাইফ ইসলাম। চির সবুজ গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে।

মেলোডিয়াস এই গানটি প্রায় ৩০ বছর পর আবারও প্রকাশ পেলো সাউন্ড ইঞ্জিনিয়ার,কম্পোজার ও কন্ঠশিল্পী জুয়েল মোর্শেদ এর কন্ঠে, তার নিজস্ব ইউটিউব চ্যানেল এ।

এই বিষয়ে জুয়েল বলেন, সাইফ ভাই বরাবরই আমার প্রিয় শিল্পী। এই বছরের শুরুতে তাঁর ছোট ভাই গিটারিষ্ট নিপো এর মাধ্যমে যোগাযোগ করে গানটি কভার করার ইচ্ছা প্রকাশ করি। পরবর্তীতে গানটির অডিও তৈরি হবার পর আমি উনাকে শোনাই এবং তিনি তখন গানটি শুনে আমাকে কিছু কারেকশন দেন। তাঁর পরামর্শ মতো গানটি পূনরায় গেয়ে যখন আমি তাকে গানটি পাঠাই তখন তিনি আমার ধৈর্য্যের প্রশংসা করেন এবং গানটি প্রকাশের লিখিত অনুমতি প্রদান করেন।

কখনো জানতে চেয়োনা গানটির পূনঃ সংগীত সংযোজন করেছেন হালের জনপ্রিয় সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির ভিডিও নির্মাণ করেছে আবিদ হাসান।

মূল গায়ক সাইফ ইসলাম পেশায় একজন স্থপতি, তিনি অচিরেই তার নতুন কিছু গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলে জানান জুয়েল মোর্শেদ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • সঙ্গীত ও নৃত্য এর পাঠক প্রিয়
X
Fresh