• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শিল্পীদের হয়রানি বন্ধে ৬ দফা

আরটিভি নিউজ

  ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫
শিল্পীদের হয়রানি বন্ধে ৬ দফা

দেশে বিভিন্ন সময় শিল্পীদের বিরুদ্ধে অন্যায় আচরণ করা হচ্ছে। শিল্পীর প্রতি সব ধরনের অন্যায় আচরণ বন্ধের দাবিতে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ‘প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে’অনুষ্ঠিত হয়েছে। ‘শিল্পীর পাশে’ নামের একটি প্ল্যাটফর্ম এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে নাটক-গান-কবিতা ও ছবি এঁকে শিল্পীর প্রতি অন্যায় ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার প্রতিবাদ জানানো হয়।
‘শিল্পীর পাশে’ নামে প্ল্যাটফর্মে ছয় দফা দাবি তুলে ধরা হয। দাবিগুলো হচ্ছে-

১. শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্ন বিধিনিষেধ আরোপ ও হয়রানি অবিলম্বে বন্ধ করা।
২. অনিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়ায় শিল্পীদের হেয় না করা।
৩. শিল্পীদের নীতি পুলিশি-সাইবার বুলিং ও মিডিয়া ট্রায়াল বন্ধ করা।
৪. সরকার-বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায় থেকে দায়িত্বশীল আচরণ।
৫. বিকৃতির বিরুদ্ধে বিটিআরসির সক্রিয় ভূমিকা।
৬. তল্লাশি-গ্রেপ্তার-রিমান্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন।

কর্মসূচিতে নাটক পরিবেশন করেন নাটকের দল প্রাচ্যনাট, বটতলা, নব আনন্দ ও থিয়েটার ’৫২- এর সদস্যরা। আবৃত্তি পরিবেশন করেন কবি টুকু মজনুন, সাংবাদিক ইশরাত জাহান, আবৃত্তিশিল্পী অনন্যা লাবনী ও আবৃত্তি শিল্পী সংসদের সদস্যরা। গান পরিবেশন করেন শিল্পী অরূপ রাহী ও শারমিন ইতি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, লেখক স্বকৃত নোমান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান, গৌরব ৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন, সমগীতের সদস্য বিথী ঘোষ, অভিনয়শিল্পী ঋতু সাত্তার প্রমুখ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ঢালিউড এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
গ্লোব শপিং সেন্টারের ব্যবসায়ীদের মানববন্ধন
X
Fresh