logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১০:৩২
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১০:৫৬

নতুন বউ-ছেলেসহ অসুস্থ মৌসুমী

Sick seasonal with new wife-son, rtv
নতুন বউ-ছেলেসহ অসুস্থ মৌসুমী

কয়েকদিন আগেই বেশ আয়োজন করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে সম্পন্ন করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী। বিয়ের পরই ছেলে ও ছেলের বউসহ অসুস্থ হয়ে পড়েছেন মৌসুমী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানিয়েছেন, বিয়ের দাওয়াতে আসা বেশ কয়েকজন আত্মীয়-স্বজন করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য স্ত্রী, ছেলে ও পুত্রবধূর সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।

ওমর সানি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে, নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ, সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’

এসআর/

RTV Drama
RTVPLUS