Mir cement
logo
  • ঢাকা বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ১৭ জুলাই ২০২১, ১০:৫৯
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:১৮

ভূষণ কুমারের বিরুদ্ধে ৩ বছর ধরে ধ'র্ষণের অভিযোগ

ভূষণ কুমার

বলিউড প্রযোজক তথা টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। টি-সিরিজের অ্যালবামে গান গাওয়ানোর সুযোগ করে দেয়ার নাম করে টানা তিন বছর এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ জুলাই) মুম্বাইয়ে ডিএন নগর থানায় এ বিষয়ে এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর দাবি, তার বিভিন্ন ছবি-ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছেন ভূষণ কুমার। ২০১৭ সাল থেকে ২০২০ সালের আগস্ট মাস পর্যন্ত টানা তিন বছর বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক। জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৪২০ (প্রতারণা) এবং ৫০৬ (ভয় দেখানো) ধারায় ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

এদিকে ধর্ষণের অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভূষণ কুমার। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে যখন #MeToo আন্দোলন চলছিল তখনই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এক নারী। তবে সেই নারীই এবার এই অভিযোগ করেছেন কিনা তা স্পষ্ট নয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও সংবাদ প্রতিদিন

এসআর/

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS