• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিমির প্রতিবাদ

বিনোদন ডেস্ক

  ২০ জুলাই ২০২০, ১২:৫৭
Simi Garewal
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আলোচনা চলছেই। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

মহেশ ভাট থেকে করণ জোহর, যশ রাজ থেকে সালমান খানের ক্যাম্প। বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে।

শুরু থেকেই কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত দাবি করে আসছেন সুশান্ত সিং রাজপুত এই ক্যাম্প বা ইন্ডাস্ট্রির প্রভাবশালীদের কুনজরের শিকার হয়েই এমন পথ বেছেছেন। কঙ্গনার দাবি, সুশান্তকে আদিত্য চোপড়া সঞ্জয় লীলা বানশালীর রামলীলায় কাজ করতে দেননি। এরই সঙ্গে করণ জোহরের বিরুদ্ধেও অভিযোগ করেছেন কঙ্গনা।

সম্প্রতি কঙ্গনার এমন মন্তব্যকে সমর্থন করেছেন প্রবীণ অভিনেত্রী ও সঞ্চালিকা সিমি গেরওয়াল। কঙ্গনাকে সাহসিনী বলে উল্লেখ করে সিমি টুইট করেছেন নিজের অভিজ্ঞতার কথা। খবর ইন্ডিয়া টাইমসের।

সিমি লিখেছেন, ‘কঙ্গনার এই সাহসিকতার জন্য সাধুবাদ জানাই। ও আমার থেকে অনেক বেশি সাহসী আর বোল্ড। আমি জানি, বলিউডের ক্ষমতাশালী ব্যক্তি কীভাবে আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে আমি চুপ ছিলাম, আমার সত্যিই এত সাহস ছিল না।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘আমেরিকায় জর্জ ফ্লয়েডের মৃত্যু যেমন একটা জাগরণের ডাক, তেমনই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডের ক্ষেত্রে জেগে ওঠার ডাক।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh