• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে মানববন্ধনে অচেনা মুখ!

বিনোদন ডেস্ক

  ১৯ জুলাই ২০২০, ১৫:২৭
Fdc
আজকের ছবি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৮২ জন অভিনয় শিল্পীর ভোটধিকার কেড়ে নেয়ার অভিযোগে সমিতির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে বেলা ১২ টার দিকে বিএফডিসির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সেখানে ভোটাধিকার থেকে বাদ পড়া কোনো শিল্পী ছিল না, সেইসঙ্গে অচেনা মুখ দিয়ে এই মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে শিল্পী সমিতির নেতা জায়েদ খান বলেন, ‘মানববন্ধনে অচেনা মুখ দেখবেন। তারা প্রকৃত শিল্পী হলে আপনারা চিনতেন। কেউ তাদের চিনছেন না। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য বাইরের লোক দিয়ে এই মানববন্ধন করা হয়েছে।’

মানববন্ধনে বক্তারা জানান, শিল্পী সমিতি থেকে অন্যায়ভাবে সদস্যপদ বাদ দেয়ার কারণে মিশা সওদাগর ও জায়েদ খানের পদত্যাগ দাবি করছেন তারা।

এর আগে গেল ১৫ জুলাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করে চলচ্চিত্রে ১৮ সংগঠন। এর কয়েক মাস আগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে বয়কটের ঘোষণা দেয়া হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
X
Fresh