logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারার বাড়িতেও করোনার হানা

বিনোদন ডেস্ক
|  ১৪ জুলাই ২০২০, ১২:৩৭ | আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৩:২৩
Corona also attacked Sarah's house
ছবিতে সারা আলী খান।
একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। বলিউডে করোনা ব্যাপক থাবা বসিয়েছে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া ও তার মেয়ের আক্রান্তের খবরের পর থেকেই নড়েচড়ে বসেছেন সবাই।

এবার সারা আলী খানের ঘরের দোড়গোড়ায় পৌঁছে গেছে করোনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সারার গাড়ির ড্রাইভার করোনা সংক্রমিত হয়ে পড়েছেন। এই মুহূর্তে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়া হয়েছে।

ঘটনার পর এরই মধ্যে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। সারা জানিয়েছেন, তার পরিবারের সব সদস্যর এখনো অবধি করোনা নেগেটিভ। তবে পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে যা যা নিয়ম মেনে চলার কথা তা মেনে চলছেন।

এদিকে লকডাউন শিথিল হবার পর ৩০ জুন সারা বাড়ির বাইরে বেরিয়েছিলেন সারা। আর সোমবারও পাপারাজিদের দেখে হাসেন এই অভিনেত্রী। সারা কখনোই সাংবাদিক বা ফটোসাংবাদিকদের  এড়িয়ে চলেন না। শত ব্যস্ততার মাঝেও মিষ্টি হেসে কথা বলেন তিনি।

গতকাল আনন্দ এল রায়ের অফিসে গিয়েছিলেন। তার পরের ছবি অন্তরঙ্গী। তার সঙ্গে সেই সিনেমায় কাজ করেছেন অক্ষয় ও ধানুষ।

সারা অভিনীত কুলি নম্বর ওয়ান ২০২১ সালের জানুয়ারিতে রিলিজ করার কথা। তবে করোনা পরিস্থিতিতে সেই তারিখ অবশ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়