• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রতারণার শিকার অর্পিতা

বিনোদন ডেস্ক

  ১১ জুলাই ২০২০, ২৩:৪০
Arpita Chatterjee,
ছবি- অর্পিতা চট্টোপাধ্যায়।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের প্রতারণার শিকার হলেন। আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে অনলাইনে টাকা পেমেন্ট করে এই আর্থিক প্রতারণার কবলে পড়েন তিনি।

অর্পিতার অভিযোগ, একটি আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে অনলাইনে টাকা দিয়েছিলেন তিনি। এরপর থেকেই ক্রমাগত টাকা কেটে নেয়া হচ্ছিলো। পরে তিনি বুঝতে পারেন যে, গুগল প্লে-স্টেশনের জন্য অনলাইনে তিনি টাকা দিয়েছিলেন।

সেখানে নিজের কার্ডের ডিটেইলসও দিয়েছিলেন। সেখান থেকেই টাকা কেটে নেওয়া হচ্ছিলো বলে দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতার।

আর্থিকভাবে প্রতারিত হওয়ার পর সাইবার ক্রাইমের অভিযোগ তুললেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ক্রেডিট কার্ড সংস্থায় অভিযোগ দায়েরের পর হারিয়ে যাওয়া অর্থ ফেরত পেলেও, এই ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছেন তিনি।

এদিকে অর্পিতার নতুন ছবি রাজর্ষি দে-র ‘রাইফেল’। সেখানে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে অর্পিতাকে। এই চরিত্রটির গভীরে যাওয়ার জন্য বক্সিংয়ের ট্রেনিং শুরু করেছিলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh