• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘মহীনের ঘোড়াগুলি’র রঞ্জন ঘোষাল আর নেই

বিনোদন ডেস্ক

  ০৯ জুলাই ২০২০, ১৬:৪১
Ranjan Ghosal,
ছবি সংগৃহীত

একাধারে গায়ক, গীতিকার, লেখক, নাট্যব্যক্তিত্ব এবং স্থপতি ছিলেন ‘মহীনের ঘোড়াগুলি’র রঞ্জন ঘোষাল। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে নিজের বেঙ্গালুরুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী সঙ্গীতা ঘোষাল ও দুই পুত্রকে। খবর জি-নিউজের।

রঞ্জন ঘোষালের হাত ধরেই তৈরি হয়েছিল বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। মহীনের অ্যালবাম ‘সংবিগ্ন পাখিকুল’-এর ‘ভেসে আসে কলকাতা’, ‘সংবিগ্ন পাখিকুল’, ‘মেরুন সন্ধ্যালোক’-গানগুলো রঞ্জন লিখেছিলেন।

গৌতম চট্টোপাধ্যায়ের প্ৰথম ব্যান্ড সপ্তর্ষিতে অন্যতম সদস্য ছিলেন এই রঞ্জন ঘোষাল। ১৯৭৫ নাগাদ মহীনের ঘোড়াগুলি যখন প্রতিষ্ঠা হচ্ছে, রঞ্জন ঘোষাল তখন উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন। রঞ্জন ঘোষাল ছাড়াও ব্যান্ডের সদস্য ছিলেন তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, আব্রাহাম মজুমদার, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh