logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

বিজয়ের বাড়িতে বোমার খবরে হৈচৈ

vijay,
ফাইল ছবি

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয়। তার বাড়িতে বোমা রাখা হয়েছে এমন খবরে হৈচৈ পড়ে যায়।

সকালেই খবরটি ছড়িয়ে পড়ে। এদিকে তামিল সিনেমার এই নায়কের বাড়িতে কে বা কারা বোমা রাখল, তা নিয়ে জোর খোঁজ বর শুরু করে পুলিশ। পাশাপাশি হুমকি কে দিয়েছে, তার খোঁজ শুরু হয়।

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবর, বিজয়ের সালিগ্রামের বাড়িতে হুমকির ফোন নেহাতই মিথ্যে। মস্তিষ্কের বিকৃতি ঘটা এক ব্যক্তি বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দিয়ে ফোন করেন থানায়।

তবে হুমকি ফোনের পরপরই বিজয়ের সালিগ্রামের বাড়িতে পৌঁছে যায় পুলিশের একটি দল। বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়েই বিজয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

ওই ব্যক্তি পুলিশ কন্ট্রোল রুমে তামিলনাড়ুর ভিলুপুরমের মারাক্কানাম থেকে ফোনে হুমকি দেন। তবে মস্তিষ্কের বিকৃতি থাকায়, পুলিশ ২১- বছরের ওই যুবককে হুমকি দিয়ে ছেড়ে দেয়।

এম

RTV Drama
RTVPLUS