• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘দেশের স্বার্থে অ্যাপ নিষিদ্ধ হলে আমার পূর্ণ সমর্থন রয়েছে’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০২০, ১৫:২০
Nusrat jahan
ছবি সংগৃহীত

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গেল ২৯ জুন প্রজ্ঞাপন জারি করে টিকটকসহ প্রায় ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। দেশটির মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এ ব্যাপারে কলকাতার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহান মুখ খুললেন। তিনি নিজেও টিকটকে সরব ছিলেন।

তার ভাষ্য, ‘টিকটক আমার কাছে অনুরাগীদের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম ছাড়া আর কিছুই নয়! আর সেই অ্যাপ যদি দেশের স্বার্থে নিষিদ্ধ করে দেয়া হয়, সেক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু আমার সন্দেহ রয়েছে, শুধুমাত্র কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলেই কি এই গুরুতর সমস্যার সমাধান হবে?

তিনি আরও বলেন, সরকারের উচিত, জনসাধারণের পকেটে কোনোরকম টান না দিয়েই এর বিকল্প ব্যবস্থা করা, বিশেষ করে চীনা দ্রব্যই যাদের রুটিরুজি, তাদের জন্য। সরকারে উচিত এই সিদ্ধান্তের পাশাপাশি অবিলম্বেই তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস
নির্বাচনের টিকিট না পেয়ে মুখ খুললেন নুসরাত
ইন্টারনেট সেবায় টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালুর নির্দেশ
বইমেলায় ইশিতা জেরীনের উপন্যাস ‘বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা’
X
Fresh