Mir cement
logo
  • ঢাকা রোববার, ১৩ জুন ২০২১, ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮

আমির খানের বাড়িতে ৭ জন করোনায় আক্রান্ত

Aamir Khan
ছবি সংগৃহীত

মহামারি করোনার ছোবল সবখানে ছড়িয়ে পড়েছে। দেশে দেশে মৃত্যুর মিছিল দেখছে বিশ্ব। ভারতের বেশ কিছু অভিনয়শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বেশির ভাগ সুস্থ হয়েছেন। অনেকের মৃত্যুও হয়েছে।

কয়েকজন তারকার বাড়িতে করোনার রোগী পাওয়া গেছে। এবার জানা গেল বলিউডের খ্যাতিমান অভিনেতা আমির খানের বাড়িতেও করোনা হানা দিয়েছে।

নায়কের গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ সাত জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি আমির খান লেখেন, ‘আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।’

তিনি আরও লিখেছেন ‘আমরা বাকিরা ভালো আছি এবং টেস্টে নেগেটিভ এসেছে। এখন শুধু আমার মায়ের টেস্ট বাকি রয়েছে। সবাই দোয়া করবেন যেন নেগেটিভ আসে।’

এদিকে ‘লাল সিং চাড্ডা’নামে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন আমির খান। এটি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক।

এম

RTV Drama
RTVPLUS