• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুরস্কারের জন্য জমা পড়েছে ২৯ চলচ্চিত্র

আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২০, ২১:০৭
Government of Bangladesh Film Industry, 'National Film Award
প্রতীকী ছবি।

বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তি, শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' প্রদান করে থাকে।

এরই ধারাবাহিকতায় চলতি বছর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’র জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। আজ ছিল সিনেমা জমা দেয়ার শেষ দিন।

এবারও অনেকগুলো সিনেমা জম পড়েছে। এই তালিকায় 'পাসওয়ার্ড', 'মনের মত মানুষ পাইলাম না', 'অবতার', 'আলফা', 'রাত্রীর যাত্রী','ভালোবাসার রাজ কন্যা','আলোর ভুবন ভরা'সহ মোট ২৯ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৫ টি, ডকুমেন্টারি ৩ টি জমা পড়েছে। আরও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ার কথা রয়েছে বলে জানায় সেন্সর সূত্র।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য তথ্য মন্ত্রণালয়ের আহ্বানকৃত চলচ্চিত্র জমা দেয়ার শেষ দিন ছিল গত ৫ এপ্রিল। এই মেয়াদে মাত্র ৫ টি সিনেমা জমা পড়ে। করোনা সংক্রমণের কারণে এর মেয়াদ বৃদ্ধি করে আজ ২৫ জুন করা হয় বলে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন জানান।

উল্লেখ্য, গত বছর ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার একসঙ্গে দেওয়া হয়।
জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh