• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নোবেলের চ্যানেল থেকে জেমসের গান মুছে দিলো ইউটিউব

অনলাইন ডেস্ক
  ২৫ জুন ২০২০, ১২:০৫
noble
ছবি সংগৃহীত

মিউজিক ইন্ডাস্ট্রির বিতর্কিত নাম মাইনুল আহসান নোবেল। রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে কাভার গান করেই আলোচনায় আসেন তিনি।

সবাই ধরেই নিয়েছিলেন নোবেল হয়তো একদিন বড় শিল্পী হবেন। কিন্তু এই শিল্পী গানের চেয়ে বিতর্ককে পুঁজি করেই আগানোর চেষ্টা করেছেন। ফলে মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ তাকে নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন।

নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় বিখ্যাত শিল্পীদের জনপ্রিয় গান কাভার করেন। নগর বাউল জেমসের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘পাগলা হাওয়া’ কাভার করে নিজের চ্যানেলে প্রকাশ করেছিলেন তিনি। অনুমতি ছাড়া এই গান প্রকাশ করায় ইউটিউব চ্যানেলের কাছে অভিযোগ করেন গানটির সুর ও সঙ্গীত পরিচালক শওকাত।

এদিকে সুরকার শওকাতের অভিযোগের ভিত্তিতে নোবেলের ইউটিউব চ্যানেল থেকে গানটি সরিয়ে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সুরকার শওকাত বলেন, ‘বাংলাদেশের যারা মূলধারার শিল্পী তারা অনেকে জানেনই না যে ইউটিউব থেকে আয় করা যায়! এটা জেমস ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার নোবেলম্যান মাসে ২-৪ লাখ টাকা ইউটিউব থেকে আয় করছে। আর এটা শুধু আমাদের গান বিক্রি করে। এটা অনৈতিক।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গায়ক নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল ডিবির
স্বল্প সময়ে ভাইরাল ফারহানের ‘আমার হয়ে থেকো’ (ভিডিও)
আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে ‘শুধু তোমার জন্য’
‘আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না’ 
X
Fresh