• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দর্শক কাঁদাবে নিয়তি

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৪:০০

'নিয়তি' সারাদেশে মুক্তি পাচ্ছে ১২ আগস্ট। গুণী চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজুর এ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন আরেফিন শুভ ও নবাগত জলি। যৌথ প্রযোজনায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এর আগে কলকাতায় ১০ জুলাই ছবিটি মুক্তি পায়।


বাংলাদেশে মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ, পরিচালক জাকির হোসেন রাজু, আরেফিন শুভ, জলি।
আরেফিন শুভ জানালেন, একজন শিল্পীর নিজের কিছু পছন্দের কাজ থাকে যা আত্মতৃপ্তি দেয়। নিয়তি তেমনি একটি ছবি।

জলির সঙ্গে অভিনয়ের ব্যাপারে শুভ বললেন, 'তার ভালো কাজ করার চেষ্টা আছে। পুরো টিমের একটি সুন্দর কাজ উপহার দেয়ার প্রচেষ্টা, জলির মধ্যেও দেখেছি। আমরা কতোটা ভালো করতে পেরেছি দর্শকরা বিচার করবেন।'


নিয়তি জলির দ্বিতীয় ছবি। এ ব্যাপারে তিনি বললেন, 'নতুন ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। ইউটিউবে গান প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। অনলাইনে গানগুলো প্রশংসিত হয়েছে। ঠিক তেমনিভাবে প্রেক্ষাগৃহেও ছবিটি দর্শক পছন্দ করবেন।'


পরিচালক জানালেন, কলকাতার দর্শক ছবিটি গ্রহণ করেছেন। তবে নতুন নায়ক-নায়িকার ছবি সেখানে ভালো ব্যবসা করতে পারেনা। শুভ-জলির কলকাতার দর্শকদের কাছে পরিচিত নন। সে কারণে টালিউডে ব্যবসায়িক সফলতা কিছুটা কম। তবে ব্যবসায়িক সাফল্য নিয়ে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান খুশি।

ছবিতে আরেফিন শুভ ও জলির প্রেমের মাঝে একমাত্র ভিলেন হয়ে দাঁড়ায় নিয়তি! পরিচালক রাজু বললেন, 'আমরা কেউ নিজেদের ভাগ্য দেখতে পারিনা। ছবির গল্পও এমন সবঠিক থাকার পরেও নায়ক-নায়িকার জীবনে এই নিয়তিই বাধা হয়ে দাঁড়ায়। শুধু এইটুকু বলবো ছবি দেখার পর দর্শক কিছুটা সময় হলেও প্রেক্ষাগৃহে বসে মানুষ নিয়তির কথা ভাববেন।'

প্রযোজক আব্দুল আজিজ বললেন, 'দুঃখের ছবি একেবারেই ভালো লাগেনা। ছবিটি দেখার পর আমি রাজু ভাইকে বলেছি এখন থেকে আনন্দের ছবি নির্মাণ করবেন। এর আগে জাজের পোড়ামন ছবিটি দর্শকদের কাঁদিয়েছি। সেটি খুব ভালো ব্যবসা করে। দর্শক কান্নার ছবি হয়তো বেশি পছন্দ করে। এই ছবিটিও দর্শকদের কাঁদাবে। নিয়তির ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে আমি খুব আশাবাদী।'

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh