• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে শুরু হয়েছে বাংলা লোকগানের প্রতিযোগিতা 'বাংলার গায়েন'

আরটিভি অনলাইন

  ১২ জুন ২০২০, ১৪:২৭
RTV, Bangla Folk Song, Competition, 'Bangla Singing'
বাংলা লোকগানের প্রতিযোগিতা 'বাংলার গায়েন'র পোস্টার।

মূল ভাবনা বাংলা আমার ভাষা, আমি বাঙালি। আমার দেশ-বাংলাদেশ। এ দেশ গানের দেশ। আমাদের শিখরে সঙ্গীতের শক্তি। আমার এই দেশে লোকসঙ্গীতের বিশাল ভাণ্ডার রয়েছে। হাজার বছর ধরে আমাদের এই লোক গান শুনে শুনে বড় হয়েছে অনেকে। গ্রাম বাংলার সেই লোকগান আজ হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। আর বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সঙ্গে যার যোগসূত্র নামে মাত্র। কোন সংরক্ষণের উপায় নেই। বাংলা লোক সঙ্গীতের মধ্যে লালন, বাউল, হাছনরাজা, ভাণ্ডারী, ভাটিয়ালী, ভাওয়াইয়া, ধামাইল, গজল, গম্ভীরা, জারী, সারী, কীর্তন, কবিগান, যাত্রাপালা, শ্যামা সঙ্গীতসহ আরও বেশ কিছু গান রয়েছে। এর মধ্যে বাউল গানের বাণী মূলত দেহতত্ত্ব এর উপর ভিত্তি করে সৃষ্টি এবং সহজ মধ্যে যার রসবোধ আস্বাদনের আনন্দই আলাদা, বোধ করি সেটাই হয়ত এই প্রজন্মকে বেশী আকর্ষণ করেছে এবং করবে। এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়ে আরটিভি আয়োজন করতে যাচ্ছে লোকসঙ্গীতের প্রতিযোগিতা 'বাংলার গায়েন'।

প্রতিযোগীদের যোগ্যতা

  • অংশগ্রহণকারী নারী ও পুরুষ প্রতিযোগীদের বয়স হতে হবে ১৬
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
  • লালন, হাসনরাজা, শাহ আব্দুল করিম ও অন্য লোক সংগীত থেকে একটি গান খালি গলায় অথবা যেকোনো একটি (একতারা/দোতরা/গীটার/হারমোনিয়াম) গেয়ে এবং মোবাইলে রেকর্ড করে পাঠাতে হবে।
  • রেজিস্ট্রেশনে কোন প্রকার ভুল তথ্য দেয়া যাবে না।

লোকগানের প্রতিযোগিতায় অংশগ্রহণ ধাপ সমূহ:

  • ১ম- নিজের কণ্ঠে গান গেয়ে ভিডিও করতে হবে।
  • ২য়- ভিডিওটি আরটিভি প্রদত্ত ঠিকানায় আপলোড করতে হবে।
  • ৩য়-অংশগ্রহণকারীদের পাঠানো গান আরটিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এবং অনলাইনে দর্শকের ভিউ এবং কমেন্টের মাধ্যমে অর্থাৎ জনপ্রিয়তার বিচারে প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলবে।
  • ৪র্থ-অংশগ্রহণকারীদের পাঠানো গান নিয়ে টিভিতে সাপ্তাহিক পর্ব প্রচারিত হবে এবং বিচারকগণের সাথে লাইভ সংযুক্ত হয়ে গানের পর্যালোচনা করা হবে।
  • ৭ম, ৮ম, ৯ম অডিশন রাউন্ড শেষে আরটিভি আয়োজন করবে ১০ম রাউন্ড অর্থাৎ গ্রান্ড ফিনালে। যা অনুষ্ঠিত হবে আরটিভি নিজস্ব স্টুডিওতে।

গান পাঠানোর ঠিকানা-

www.rtvonline.com/banglargayen
+8801878184140
m.me/rtvonline
rtvbanglargayen@gmail.com

বিচারক মণ্ডলী :

  • এস. আই. টুটুল
  • ইবরার টিপু
  • শওকত আলী ইমন
  • রকেট মণ্ডল (ভারত)
  • রাজা কাসাফ (যুক্তরাজ্য)
  • মালা (অস্ট্রেলিয়া)
  • রুবায়েত জাহান (যুক্তরাজ্য)
  • সায়েরা রেজা (যুক্তরাষ্ট্র)

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh