• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পারিশ্রমিক কমানোর কথা স্বীকার করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৭:০৪
shakib khan,
ছবি সংগৃহীত

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ভক্তরা তাকে ভালোবেসে কিং খান উপাধি দিয়েছেন। দীর্ঘ এক যুগ ধরেই চলছে নায়কের রাজত্ব। ঈদ কিংবা যেকোনো উৎসবে শাকিব খানের ছবি মানেই হিট। তবে এই নায়কের সবশেষ মুক্তিপ্রাপ্ত বীর, মনের মতো মানুষ পাইলাম না, শাহেনশাহ ছবিগুলো ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি।

সম্প্রতি আরটিভি অনলাইনে করোনার কারণে শাকিব খানের পারিশ্রমিক কমানোর খবর তুমুল আলোচনা তৈরি হয়। ‘করোনার এক ধাক্কায় ৬০ থেকে ১৫ লাখে শাকিব?’ এমন সংবাদ হৈচৈ ফেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রে শাকিব কাজ করবেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি বলেছিলেন, ‘সিনেমা বানাবো। ঈদের দিন শাকিব ফোন করেছিল। সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে এখনও ফাইনাল নয়।’

এ সময় পারিশ্রমিক প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘এখন এক কোটি টাকার বেশি দিয়ে সিনেমা বানালে লোকসান হবে। সবার বাজেট কমাতে হবে। শাকিবকে ৬০ লাখ টাকায় নেওয়ার প্রশ্নই আসে না। পারিশ্রমিক অনেক কমাতে হবে।’

তবে অতি উৎসাহী একটি মহল শাকিবের পারিশ্রমিক কমানোর খবরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিব খান ভদ্র নায়ক। সিনেমাপ্রেমী। সিনেমাই তার সব। গল্প পছন্দ হলে নাকি তিনি টাকা নিয়ে ভাবেন না। ১০ লাখ টাকাতেও কাজে আপত্তি থাকে না। যদি তিনি মনের মতো পরিচালক, গল্প ও প্রযোজক পান সেক্ষেত্রেই এই সুযোগ মেলে।

এছাড়া তিনি নিজে কোনোদিন দাবি করেননি যে ৬০ লাখ টাকা নেন। তবে তার পারিশ্রমিক আকাশ ছোঁয়া একথা সবারই জানা। অথচ হাস্যকর বিষয় এই যে এক শ্রেণির ভুইফোর গণমাধ্যম অতি উৎসাহী হয়ে এইসব ঊর্ধ্বমুখী পারিশ্রমিকের তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকেন। যা কিনা হলুদ সাংবাদিকতা বলেই পরিগণিত হয়।

এবার আর কোনও গুঞ্জন নয় একটি গণমাধ্যমে শাকিব খান নিজেই কম বাজেটের সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘৫০টি প্রেক্ষাগৃহ নিয়েই এগোব। চলচ্চিত্র–অন্তঃপ্রাণ মানুষেরা থাকলেই চলবে। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো টেকনিশিয়ান আর একজন চলচ্চিত্রপ্রেমী প্রযোজক—আর কিছুরই দরকার নেই। দরকার হয় আগের মতো দিনরাত পরিশ্রম করে শুটিং করবো। আপাতত আগের সম্মানী নয়। চলচ্চিত্রকে বাঁচাতে নিজের সম্মানী কমানোর এই সিদ্ধান্ত চূড়ান্ত। শুধু তা–ই নয়, চলচ্চিত্রের অন্য সবারও সম্মানী তিন ভাগের এক ভাগ করার আহ্বান জানাচ্ছি।’

আরো পড়ুন: করোনায় এক ধাক্কায় ৬০ থেকে ১৫ লাখে শাকিব খান?

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের জন্মদিনে জায়েদের নতুন ঘোষণা
নিপুণের প্যানেলে মাহমুদ কলির প্রার্থিতা নিয়ে সংশয়
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
শাকিবের ‘তুফান’এ ভিলেন যিশু সেনগুপ্ত !
X
Fresh