• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বন্ধু ওয়াজিদের মৃত্যুতে স্তম্ভিত জিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১৫:৩৫
Jeet, Wajid,
ছবিতে ওয়াজিদ ও জিৎ

একের পর এক মৃত্যু দেখছে বলিউড। সবশেষ না ফেরার দেশে পাড়ি জমালেন বহু হিট গানের সঙ্গীত পরিচালক ও সুরকার ওয়াজিদ খান। সোমবার ভোরে মাত্র ৪২ বছর বয়সেই চলে গেলেন তিনি।

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি তার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন। টুইটারে জিৎ জানান, ‘আমি হতবাক। স্তম্ভিত। আমার বহু দিনের বন্ধু ওয়াজিদ নেই। সাজিদ-ওয়াজিদ জুটি ভেঙে গেল। ভাবতে পারছি না। আর কী কী দেখতে হবে, কে জানে?’

খুব অল্প বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন ওয়াজিদ খান। মুম্বাইয়ের ভারসোভার কবরস্থানে সোমবার দাফন সম্পন্ন হয়।
দুই ভাই সাজিদ-ওয়াজিদ নামে যৌথভাবে সঙ্গীতের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছিলেন। সবশেষ সালমান খানের ‘ভাই ভাই’ গানটি লিখেছিলেন সাজিদ-ওয়াজিদ।

১৯৯৮ সালে সালমান খানের ‘প্যায়ার কিয়া তো দারনা কিয়া’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সাজিদ-ওয়াজিদের। এরপর চোরি চোরি, হ্যালো ব্রাদার, মুজসে শাদি করোগী, অংশীদার, ওয়ান্টেড এবং দাবাংসহ সুপারস্টার সালমান খান অভিনীত চলচ্চিত্রে কাজ করেছেন এই জুটি।

একজন গায়ক হিসেবে ওয়াজিদ খান ক্যারিয়ার শুরু করেন ২০০৮ সালে। সেটি পার্টনার ছবির মাধ্যমে। তার জনপ্রিয় গানের মধ্যে ’হুড হুড দাবাং’, ‘জালয়া’, ‘চিন্তা টা তা চিটা চিতা’ এবং ‘ফেভিকোল সে’ অন্যতম।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh