• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শুভ জন্মদিন সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১৪:৫২
Kumar Bishwajit,
ছবি সংগৃহীত

দেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র কুমার বিশ্বজিৎ। বরেণ্য এই শিল্পীর জন্মদিন আজ ১ জুন। তার জন্মদিনে আরটিভি অনলাইন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।

যতদিন বাংলা সঙ্গীত টিকে থাকবে ততদিন কুমার বিশ্বজিৎ থাকবেন তার ‘তুমি রোজ বিকেলে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘তুমি যদি বলো’, ‘ও ডাক্তার’, যে শিকারি দেখে দেখে না’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’ গানগুলোর মাধ্যমে।
১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রাম জেলায় কেটেছে শৈশব।

১৯৮২ সালে কুমার বিশ্বজিতের গাওয়া ‘পুতুল’ গানটি প্রকাশিত হয়। আবদুল্লাহ আল মামুনের কথায় গানটির সুর করেছিলেন নকিব খান। বাংলাদেশ টেলিভিশন চ্যানেলে ‘শিউলীমালা’ নামে একটি অনুষ্ঠানে গানটি প্রথম প্রচারিত হয়। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

এরপর সঙ্গীতের পথ ধরে হয়ে উঠেন দেশের নন্দিত সঙ্গীত তারকা। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনে ভক্তদের যেভাবে চমক দিলেন আল্লু অর্জুন 
জন্মদিনেই ডুবে মারা গেল মেহেরুন
সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের ৯১তম জন্মদিন আজ
আসল আল্লু অর্জুনকে চেনাই কঠিন
X
Fresh