• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আসিফের মন খারাপের ফেসবুক পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১৩:৩৮
asif akbar,
ছবি- আসিফ আকবর

করোনায় জনজীবন স্থবির। অন্যদিকে ঘূর্ণিঝড়ে দেশের বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এবারের ঈদ খুব একটা স্বস্তিদায়ক ছিল না। এই কঠিন সময়ে ঈদ কেমন কাটলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের।

ঈদের দিন রাতে এক ফেসবুক পোষ্টে নিজেই জানালেন সেকথা। ভক্তদের উদ্দেশে লেখা আসিফের সেই পোস্টটি আরটিভি অনলাইনের পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

একটা ভয়াবহ ঈদ পার করতে হচ্ছে সবার। আমাদের চিরায়ত ঐতিহ্য সংস্কৃতির ঈদের আনন্দ আজ মলিন। আব্বা-আম্মা ছাড়া প্রথম ঈদের অনুভূতির মতো। কারও মনে কোনও আনন্দ নেই। সবাই মনে চাপ নিয়ে মুখে আনন্দ ধরে রাখার একটা মহা প্রতিযোগীতায় ব্যস্ত। মুরুব্বীদের সালাম করার পারিবারিক ঐতিহ্য বাদ দিতে হয়েছে। ভাই-বোনদের সাথেও কথা বলিনি। এক রঙা পাঞ্জাবী পড়ার গড়ে ওঠা অভ্যাসও পরিহার করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণের মানুষের ঈদের আনন্দ নেই। করোনায় স্থবির জীবনযাত্রা। নানান টানাপোড়েনে ফেসবুকই যেন বেঁচে থাকার একমাত্র স্বাক্ষী। আমাদের সঙ্গীতের মানুষরাও ভালো নেই। আজ লিখতে ইচ্ছেই হচ্ছে না। তবুও আমার যারা ফলোয়ার আছেন তাদের জন্য একটা ঈদ বার্তা দিতেই এই লেখা। সব অমানিশা কাটিয়ে আসুক নতুন ভোর। আবার ভালোবাসায় মেতে উঠুক ধরণী।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
হিলি স্থলবন্দর দিয়ে ৭০০ টন আলু আমদানি
ঈদযাত্রায় ফিরতি ট্রেনে যাত্রীর চাপ
X
Fresh