• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আপনাদের কোয়ারেন্টিন লাইফ চললেও আমার নয়: শ্রাবন্য তৌহিদা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১৫:২১
Srabonno Towhida,
ছবি সংগৃহীত

দেশীয় শোবিজের জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবন্য তৌহিদা। ইদানীং তিনি ব্যস্ততার কারণে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন না। ভক্তদের অনেকেই হয়তো জানেন, শোবিজের কাজের পাশাপাশি পেশায় একজন চিকিৎসকও তিনি। তাইতো তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েও যারা পারছেন না তাদের উদ্দেশে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শ্রাবন্য তৌহিদা। সেখানে উঠে এসেছে তার নিত্যদিনের কাজের কথা। নিচে পাঠকদের জন্য শ্রাবন্য তৌহিদার স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

তিনি লিখেছেন, শ্রাবন্য ফোন ধরে না? শ্রাবন্য ভাব নেয়? যদি এইগুলো আপনার প্রশ্ন হয় তাহলে একটু দয়া করে নিচের লেখাটুকু পড়ুন। এমনিতেই আমি যখন বাসায় ঢুকি আমার সাথে ফোন এর কন্ট্যাক্ট থাকে না, কারণ এই সময়টুকু আমি পুরোটা সারহানকে দিতে চাই সবসময়। করোনার এই ক্রিটিকাল মোমেন্টস এ ফোনে ট্রিটমেন্ট এর জন্য বা এডভাইজ এর জন্য ফোন করে অনেকেই পাননি, আমি হয়তো ফোন ধরতে পারি না। তাই সবার কাছেই ক্ষমা চাচ্ছি। অবশ্যই ডক্টর হিসাবে আমার দায়িত্ব ফোনটাও ঠিক টাইমে ধরা। সত্যি বলতে কি আপনাদের জন্য Quarantine life চললেও আমার life কিন্তু কোনও Quarantined না।

আমার হসপিটাল ডিউটি যেমন আছে ঠিক তেমনি বাসায় কোনও সাহায্যকারী নেই। বাসার সব কাজ করে আর রান্না করে ফোন ধরার সময় পাওয়া কঠিন। আমাকে কিন্তু হালের কোনও ট্রেন্ডে গা ভাসাতে নিশ্চয়ই দেখেননি, আমি কোনও চ্যালেঞ্জও এক্সেপ্ট করিনি। তাই ভাব ধরতে বা সেলিব্রেটি বলে ফোন ধরছি না এমনটা কখনই না।