• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শুটিং-এ নারাজ মেহজাবীন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১২:৫৭
Mehazabien Chowdhury,
ছবি- মেহজাবীনের ফেসবুক থেকে

করোনার জন্য প্রায় দেড় মাস ধরে সব ধরনের নাটক, সিনেমার শুটিং বন্ধ রয়েছে। এদিকে টেলিভিশন সংগঠনগুলোর যৌথ সিদ্ধান্তে আজ রোববার থেকে শর্ত সাপেক্ষে শুটিং শুরু হচ্ছে। তবে অনেক শিল্পী এই পরিস্থিতিতে শুটিং-এ অংশ নিতে চাচ্ছেন না। কারণ দিনকে দিন সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

ঈদ মানেই মেহজাবীন চৌধুরীর নাটক। এবার টানা মে মাস পর্যন্ত ২০-২৫ টি নাটক-টেলিছবিতে কাজের কথা ছিল তার। কিন্তু লকডাউনের কারণে সেসব কাজ আর হয় হয়নি। তবে লকডাউনের আগে কিছু নাটকে কাজ করেছিলেন মেহজাবীন। সেই নাটকগুলো ঈদে প্রচারে আসতে পারে বলে জানান তিনি।

করোনার এই সংকট নিয়ে মেহজাবীন বলেন, এই পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আমি এখন শুটিং করব না। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ করা যাবে। আগে তো বাঁচতে হবে। সবকিছু ঠিক হোক তারপর দেখবো। এ মুহূর্তে আসলে কাজ নিয়ে একদম ভাবছি না। কবে যে সবকিছু ঠিকঠাক হবে, সেটা নিয়েই চিন্তায় আছি।

এম