• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সঙ্গীত পরিচালক আজাদ রহমান মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৭:৫৩
The news of his death has been confirmed by the Bangladesh Film Directors Association
ছবি সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আজাদ রহমান শনিবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

জানা গেছে, আজাদ রহমান অনেকদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (১৫ মে) তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

১৯৬৩ সালে কলকাতার মিস প্রিয়ংবদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে আজাদ রহমানের চলচ্চিত্রে আগমন। ছবিটিতে তার সুরে কণ্ঠ দেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখার্জি ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশের চলচ্চিত্রে তার সুর করা প্রথম চলচ্চিত্র বাবুল চৌধুরীর আগন্তুক। তার সুর ও কণ্ঠে গাওয়া এপার ওপার চলচ্চিত্রের ‘ভালোবাসার মুল্য কত’, ডুমুরের ফুল চলচ্চিত্রের ‘কারো মনে ভক্তি মায়ে’, দস্যু বনহুর চলচ্চিত্রের ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ গানগুলো সত্তরের দশকে জনপ্রিয়তা লাভ করে। এছাড়া ‘জন্ম আমার ধন্য হলো মা গো’-এর মতো কালজয়ী দেশাত্মবোধক গানের সুর করেছিলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh