• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সোনাক্ষীর উদ্যোগ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৭:২২
Sonakshi Sinha
ছবি সংগৃহীত

‘দাবাং’ সিনেমা খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা করোনা মোকাবিলায় এগিয়ে এলেন। কদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় তার ফ্যানদের উদ্দেশে একটি পোস্ট করেন। সেখানে তিনি পিপিই কিটসের জন্য ডোনেশনের জন্য আহ্বান জানান।

ফিল্মফেয়ারের খবর, গতকাল (১৫ মে) একটি কার্টুনের ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। কার্টুন ভর্তি কিটস ছিল। অভিনেত্রী এও জানান, এই জিনিসগুলো পুনের সর্দার প্যাটেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এটি শহরের করোনা ভাইরাসের অন্যতম হটস্পট।

ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, আপনারা সবাই ভালো মানুষ। আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের এই বিশ্বাসের জন্য ধন্যবাদ জানাই। উন্নতমানের পিপিই-এর একটি চালান ফ্যাক্টরি থেকে পুনের সর্দার প্যাটেল হাসপাতালে যাচ্ছে। ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য আমরা আগামীতেও একসঙ্গে কাজ করবো।

এদিকে সোনাক্ষী সিনহা যে একজন চিত্রশিল্পীও, সেকথা খুব লোকেরাই জানতেন এতদিন। তবে করোনা আবহ অভিনেত্রীর এই সুপ্ত শিল্পীসত্ত্বাকেও প্রকাশ্যে এসেছে। দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে নিজের হাতে আঁকা সব ছবি বিক্রি করছেন। আর এই ছবি বিক্রি থেকে আয় হওয়া সব টাকা চলে যাবে দুস্থদের সাহায্যে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
X
Fresh