logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বাগদান সারলেন ‘বাহুবলি’র বল্লালদেব

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ মে ২০২০, ১১:৪৬ | আপডেট : ১৩ মে ২০২০, ১৪:৪০
Rana Daggubati
ছবি সংগৃহীত
‘বাহুবলি’-র বল্লালদেবকে মনে আছে? সুঠাম পেশীবহুল শরীর নিয়ে তিনি যখন বাহুবলির সামনে হাজির হন, তখন যেন দর্শকের নজর এক নিমেশে তার উপর পড়ে যায়। পর্দার সেই বল্লালদেব অর্থাৎ রানা দাগ্গুবতির বাগদান করেছেন।

দক্ষিণী সিনেমার এই অভিনেতা নিজের টুইটারে হবু স্ত্রীর ছবিসহ ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করেছেন। গেল মঙ্গলবার অভিনেতা রানা দাগুবতি ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে নিজের বাগদানের কথা ঘোষণা দেন।

এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানান, অভিনেতার প্রোপোজালে সাড়া দিয়েছেন মিহিকা। তাকে ‘হ্যাঁ’ বলেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার মিহিকা। সম্প্রতি ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইভেন্ট সংস্থা শুরু করেছেন তিনি। তবে এই দুজনের কীভাবে পরিচয় তা জানাননি কেউই।

বর্তমানে রানা দাগ্গুবতি অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার একটি ফরেস্ট বেসড থ্রিলার ‘হাতি মেরে সাথী’। গেল ২ এপ্রিল ছবিটি তিনটি ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রদুর্ভাবের কারণে লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে মুক্তি। অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘কদান’ এবং ‘অরণ্য’। এছাড়া রানার হাতে  ‘বিরাটপর্বম’নামে একটি তেলেগু ছবি রয়েছে।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়