logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরছেন এন্ড্রু কিশোর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ মে ২০২০, ১৯:২১ | আপডেট : ১২ মে ২০২০, ২২:২২
Andrew Kishore
ছবি সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরকে। সেখানে প্রায় ৮ মাস তার চিকিৎসা চলে। কয়েকদিনের মধ্যেই একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরছেন এই শিল্পী।

এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সঙ্গীতশিল্পী মোমিন বিশ্বাস তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোমিন বিশ্বাস জানান, এন্ড্রু কিশোর দাদা দেশে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো।  সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে কয়েকদিনের মধ্যেই ফিরছেন তিনি। এমনটাই আমি জেনেছি।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত বছর ৯ সেপ্টেম্বর চিকিৎসা চলছে তার। কিডনি ও হরমোনজনিত সমস্যা ছাড়াও ক্যানসারে আক্রান্ত তিনি।

এই শিল্পীর চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে অনেক টাকার। রাজশাহীতে নিজের বাড়ি বিক্রি করে দেন তিনি। প্রধানমন্ত্রীর সহায়তার পাশাপাশি এ দেশের শিল্পী সমাজ তার চিকিৎসার অর্থ সংগ্রহে ভূমিকা রেখেছে।

ক্যানসার জয়ের দ্বারপ্রান্তে এসে করোনার জেরে ঘোষিত লকডাউনের কারণে তিনি দেশে ফিরতে পারছিলেন না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চিকিৎসকদের ফলোআপে থাকতে হচ্ছে তাকে। সেখানে এন্ড্রু কিশোরের পাশে রয়েছেন স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬১৮৪৭২১ ২৭৫৪৬০৯ ৩৭১৩৮৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়