• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমিরের পরামর্শ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০২০, ১৪:৫৩
Aamir khan
ছবি সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। চিত্রনাট্য থেকে শুরু করে ছবির সব খুঁটিনাটি বিষয়ে তার মনযোগ থাকে। সব সময় নিখুঁত সিনেমা করতে চান তিনি। যেকোনো সিনেমা নির্মাণের আগে চিত্রনাট্যর গুরুত্ব সবচেয়ে বেশি।

সেকারণে লকডাউনের এই অবসরে চিত্রনাট্যকারদের আহ্বান করেছেন ভালো চিত্রনাট্য লেখার জন্য।

আমির বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পরিচালকদের ভালো চিত্রনাট্যকার দরকার। নবাগত স্ক্রিপ্ট রাইটারদের আরও বেশি বেশি করে চিত্রনাট্য লেখায় মন দেওয়া উচিত। লেখা ছেড়ে দিলে চলবে না। আরও প্র্যাকটিস করতে হবে।’

সম্প্রতি বলিউডের ‘সিনেস্তান’ সংস্থার পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। গৃহবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে স্ক্রিপ্ট রাইটারদের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতারই বিচারক প্যানেলে ছিলেন আমির খান। ‘সিনেস্তান’-এর চিত্রনাট্য লেখার প্রতিযোগিতায় মোট পাঁচ জনকে বেছে নেওয়া হয়েছে বিজেতা হিসেবে।