logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মা হতে চলেছেন অঙ্কিতা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ মে ২০২০, ১৪:৫৫ | আপডেট : ১১ মে ২০২০, ১৬:৩৫
Actress, Ankita Paul Majumder,  Tollywood,
ছবি সংগৃহীত
কলকাতার টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ অঙ্কিতা মজুমদার। ‘কোহিনূর’, ‘জড়োয়ার ঝুমকো’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। দর্শকনন্দিত এই অভিনেত্রী এবার মা হতে চলেছেন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই খুশির খবর দেন অঙ্কিতা। তিনি জানান, আসছে সেপ্টেম্বরে ছোট অতিথি হাজির হবেন তার এবং স্বামী সৌমিত্রর সংসারে।

ফলে ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে পেরে তিনি এবং সৌমিত্র দুজনেই খুশি বলে জানান অঙ্কিতা। মা দিবসেই নিজেদের জীবনের খুশির খবরকে প্রত্যেকের সামনে আনেন অঙ্কিতা।

এদিকে লকডাউনের মাঝে গুয়াহাটিতেই আটকে আছেন অঙ্কিতা। শ্বশুরবাড়িতেই আপাতত স্বামী এবং পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটছে তার।

২০১৯ সালের জানুয়ারিতে ধুমধাম করে বিয়ে করেন অঙ্কিতা-সৌমিত্র। প্রায় সপ্তাহব্যাপী চলে সেলিব্রেশন।

গুয়াহাটির বাসিন্দা, সৌমিত্র পালের মধ্যেই অভিনেত্রী যে তার আদর্শ জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন, সেকথা জানিয়েছিলেন তখনই। আর বিয়ের পরে তার জীবন যে পুরোপুরি সৌমিত্রময়, সেকথাও বলেছেন একাধিক সাক্ষাৎকারে।

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়