logo
  • ঢাকা রোববার, ১৮ এপ্রিল ২০২১, ৫ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০২০, ২১:৩০
আপডেট : ১০ মে ২০২০, ১০:১৫

করোনায় এমা স্টোনের ‘উই থ্রাইভ ইনসাইড’

এমা স্টোন
এমা স্টোন

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী এমা স্টোন। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে। এ নিয়ে অনেক তারকাই কাজ করছেন। সেই দলে যোগ দিলেন এমা স্টোন।

সম্প্রতি এই বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় কথা বলেছেন তিনি। এমা স্টোন ‘উই থ্রাইভ ইনসাইড’ নামের একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছেন।

করোনায় মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন। সেসব মানুষের টেলিফোন এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে সহায়তা করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

এই অভিনেত্রী বলেছেন, ‘কোভিড-১৯’মহামারিতে আইসোলেশনে থাকার কারণে অনেকের মনেই দুশ্চিন্তা ও অনিশ্চয়তা জেঁকে বসেছে। আমেরিকার ১৭ মিলিয়ন শিশু এবং টিনএজারও আছে যাদের প্রতি পাঁচজনের একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। তাদের আমাদের টিমে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

জানা গেছে, এই ভিডিওতে দেখানো হবে মানসিকভাবে সুস্থ থাকার নানা উপায়। এই ক্যাম্পেইনের সঙ্গে আরও যুক্ত আছেন জোনাহ হিল, মারগট রবি, অ্যান্ড্রু গার্লফিল্ড, অকটাভিয়া স্পেন্সার, জো ডাচ এবং সারাহ মাইকেল গেলার। এই ক্যাম্পেইনের মাধ্যমে করোনা মোকাবিলার জন্য তহবিলও সংগ্রহ করা হচ্ছে।

এম

RTV Drama
RTVPLUS