logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৯৫ জন, সুস্থ ৪৭০ জন, ৫০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৫১০টি: স্বাস্থ্য অধিদপ্তর

মাস্ক পরে মদের দোকানে দীপিকা? ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
|  ০৯ মে ২০২০, ১০:২১ | আপডেট : ০৯ মে ২০২০, ১০:৩৫
বলিউড, অভিনেত্রী, দীপিকা পাড়ুকোন, অভিনেত্রী, রাকুল প্রীত সিং
বামে দীপিকা পাড়ুকোন, ডানে মাস্ক পরা রাকুল প্রীত সিং। ছবি সংগৃহীত।

করোনা মোকাবিলায় ভারতে ৪০ দিনের বেশি লকডাউন থাকার পর সম্প্রতি খুলেছে মদের দোকান। এরপর থেকেই দোকানগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। এমন ভিড়ের মধ্যে নজর লম্বা এক তরুণীর উপর। মাস্ক পরা ওই তরুণীই নাকি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা নাকি মদ কিনতে গিয়েছিলেন। এমনই দাবি করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে ভারতীয় গণমাধ্যম জানায় ভিডিওতে যে তরুণীকে দেখা যাচ্ছে, তিনি দীপিকা পাডুকোন নন। ওই তরুণী হলেন দক্ষিণী ছবির অভিনেত্রী রাকুল প্রীত সিং। আর রাকুল প্রীত কোনও মদের দোকান নয়, বরং ওষুধের দোকান থেকে ফিরছিলেন।

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত মদের দোকানে গিয়েছেন দাবি করে একই ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা কমল আর খান। সেই টুইটের জবাবে অভিনেত্রী রাকুল প্রীত নিজেই জানিয়েছেন তিনি 'ওষুধের দোকানে' গিয়েছিলেন। দ্য টাইমস অব ইন্ডিয়াতেও রাকুল প্রীতের বক্তব্য অনুযায়ী খবর প্রকাশিত হয়েছে। অভিনেত্রীর দাবি, ভিডিও দীপিকার নয় আর তিনি মদের দোকান না, ওষুধের দোকান থেকে বেরিয়ে আসছিলেন।

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৫১৪০ ১১৫৯০ ৭৪৬
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়