logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

‘যারা মদ কিনতে গেলেন তাদের রেশন কার্ড বাতিল করা উচিত’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ মে ২০২০, ১৭:৫৭ | আপডেট : ০৬ মে ২০২০, ২১:৪০
মীর আফসার আলী
ছবি সংগৃহীত
ভারতে মদ কেনার ধুম পড়েছে। মদের দোকান খোলার সিদ্ধান্তের পর থেকেই মানুষ সামাজিক দূরত্ব ভুলে লম্বা লাইন ধরে ভিড় জমিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

লকডাউনে ডায়েরিতে অনেক কথাই লিখে ফেললেন জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা মীর আফসার আলী। সেখানে মদের দোকানে এই ভিড় নিয়ে সমালোচনা করেছেন মীর।

তিনি লিখেছেন, আজ একটা গান গাইলাম। লাইনগুলো ছিল এ রকম: ‘ঝুলে গেছে ঝুলে গেছে ঝুলে গেছে। ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে। খুলে গেছে খুলে গেছে খুলে গেছে।’ অর্থাৎ, দেশের অর্থনীতি ঝুলে গেছে। তাই মদের দোকান খুলে গেছে। মানুষ সামাজিক দূরত্ব ভুলে গেছে। খুব সহজ গান চার বার করে বলতে হবে। আপনি বাচ্চাকেও শেখাতে পারেন। এখন তো এটাই ভারতের ট্রেন্ডিং নিউজ! আমি এটাও বলেছি যে, যারা মদের দোকানে লাউন দিয়ে, মারামারি করে মদ কিনে এনেছেন, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া উচিত। কারণ তাদের খাবারের দরকার নেই। খাবারটা অন্য কেউ পাক! মদ নিয়ে যে রকম হ্যাংলামো মানুষ দেখাল, এরপর এছাড়া অন্য কিছু তো আর বলতে পারব না।

এম
 

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়