• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘যারা মদ কিনতে গেলেন তাদের রেশন কার্ড বাতিল করা উচিত’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০২০, ১৭:৫৭
মীর আফসার আলী
ছবি সংগৃহীত

ভারতে মদ কেনার ধুম পড়েছে। মদের দোকান খোলার সিদ্ধান্তের পর থেকেই মানুষ সামাজিক দূরত্ব ভুলে লম্বা লাইন ধরে ভিড় জমিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

লকডাউনে ডায়েরিতে অনেক কথাই লিখে ফেললেন জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা মীর আফসার আলী। সেখানে মদের দোকানে এই ভিড় নিয়ে সমালোচনা করেছেন মীর।

তিনি লিখেছেন, আজ একটা গান গাইলাম। লাইনগুলো ছিল এ রকম: ‘ঝুলে গেছে ঝুলে গেছে ঝুলে গেছে। ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে। খুলে গেছে খুলে গেছে খুলে গেছে।’ অর্থাৎ, দেশের অর্থনীতি ঝুলে গেছে। তাই মদের দোকান খুলে গেছে। মানুষ সামাজিক দূরত্ব ভুলে গেছে। খুব সহজ গান চার বার করে বলতে হবে। আপনি বাচ্চাকেও শেখাতে পারেন। এখন তো এটাই ভারতের ট্রেন্ডিং নিউজ! আমি এটাও বলেছি যে, যারা মদের দোকানে লাউন দিয়ে, মারামারি করে মদ কিনে এনেছেন, তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া উচিত। কারণ তাদের খাবারের দরকার নেই। খাবারটা অন্য কেউ পাক! মদ নিয়ে যে রকম হ্যাংলামো মানুষ দেখাল, এরপর এছাড়া অন্য কিছু তো আর বলতে পারব না।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এড়িয়ে যাওয়ার মধ্যেই শান্তি : মীর
চঞ্চলের প্রশংসায় মীর আফসার আলী
পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকছেন স্বস্তিকা মুখার্জি
X
Fresh